এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ীদের এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি)দুপুরে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
এ সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোহাম্মদ সাইফুদ্দিনকে (৪৫) ৫০ হাজার টাকা এবং আহম্মদ মনসুরকে (৫৫) ৫০ টাকাসহ সর্বমোট এক লাখ টাকা জরিমানা করেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোহাম্মদ সাইফুদ্দিন (৪৫) এবং আহম্মদ মনসুরকে (৫৫) জরিমানা করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড