শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে বিভিন্ন ফার্মেসি ও হোটেলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় অভিযুক্তদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে বাঁশখালী উপজেলার চাম্বল ও নাপোড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি বলেছেন, আঞ্চলিক মহাসড়কের উপর দোকানের মালামাল রাখায় নাপোড়া বাজারে মেসার্স বি.এল স্টোর, অনুরূপা ভাণ্ডারের প্রত্যেককে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এ ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন, মেয়াদোত্তীর্ণ ঠাণ্ডা পানীয় ও খাবার সংরক্ষণের দায়ে নাপোড়া বাজারস্থ সুন্দরবন হোটেল কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা, তাপমাত্রা সংবেদনশীল ইনজেকশন যথাযথভাবে সংরক্ষণ না করায় ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় চাম্বল বাজারস্থ শাহ মজিদিয়া ফার্মেসিকে ১০ হাজার টাকা ও এলাহী মেডিসিন হাউসকে দুই হাজার টাকাসহ সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাঁশখালীর আঞ্চলিক মহাসড়ককে যানযটমুক্ত রাখতে অব্যাহত অভিযানের অংশ হিসেবে সড়কের উপর বসা সবজি, ফলসহ অন্যান্য দোকান অপসারণ করা হয়।
জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড