• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রামাঞ্চলের শীতার্তদের শীতবস্ত্র দিল বনেক

  নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৩, ১২:০১
গ্রামাঞ্চলের শীতার্তদের শীতবস্ত্র দিল বনেক
শীতবস্ত্র বিতরণ করছে বনেক (ছবি : অধিকার)

চলছে শীতের মৌসুম। ঠাণ্ডায় কাঁপছে সাড়া দেশ। দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে তীব্র শৈত্য প্রবাহ। এতে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। এবার তাদের সাহায্যে এগিয়ে এসেছে দেশের বিভিন্ন সংগঠন।

প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।

গতকাল রবিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন- সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিডি২৪লাইভের এডিটর-ইন-চিফ আমিরুল ইসলাম আসাদ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক সাইফুল, ত্রিশাল উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানি, সাবেক ইউপি সদস্য মো. হায়দার আলী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম, পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক আতিকুল ইসলাম, তাসলিমা খাতুন, জামাল উদ্দিন, শাহিনুর আক্তার, তানজিম মুশতারিসহ স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন- বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) সভাপতি নাগরিক সাংবাদিক খায়রুল আলম রফিক। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাত্তর সম্পাদকে এইচ এম এ তারেক ভূঁইয়া।

ব্যতিক্রমধর্মী এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক সাইফুল অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে হলে সর্বপ্রথম পরিবারের ভূমিকা রাখা জরুরি। এরপর স্কুল শিক্ষক থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ত্রিশাল উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি প্রথম থেকেই নানা মানবিক কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রতিবছর শীত মৌসুমে সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাদি জমিতে চাষাবাদ করার পরামর্শ দিয়েছেন। তার সেই পরামর্শ শুনে অত্র স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক উদ্যোগ নিয়ে নানারকম সবজি চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।

অনুষ্ঠানটির সমাপনি বক্তব্যে সভাপতি প্রধান শিক্ষক মোজাম্মেল হক বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের (বনেক) কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি এই প্রথম আমার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। যা সত্যি প্রশংসার দাবি রাখে।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সহযোগিতায় স্কুলের সার্বিক উন্নতি সাধিত হয়েছে। সরকারে পরোক্ষ সহযোগিতা ব্যতীত স্কুলটিকে এই পর্যায় আনা সম্ভব হতো না।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড