• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শর্ট সার্কিটের আগুনে পুড়ল তিন বসতঘর

  এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)

২৯ জানুয়ারি ২০২৩, ১২:১৬
শর্ট সার্কিটের আগুনে পুড়ল তিন বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী ঘোষপাড়া, জীবন হরি তালুকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি ঘরে ১১টি পরিবার থাকত।আগুনে উত্তম কুমার তালুকদার (৫৮), অশোক কুমার তালুকদার (৫৭), দিলীপ কুমার তালুকদার (৭০), কাজল কুমার তালুকদার (৬২), মৃদুল কুমার তালুকদার (৪৮), অমর শীল (৫০), বীষু শীলের (৬০) পরিবারের কক্ষ পুড়ে গেছে।

ভুক্তভোগী অশোক কুমার বলেন, আমাদের সবার ঘরের সব মালামাল পুড়ে গেছে। এখন শীতের খোলা আকাশের নিচে পরিবারের সবাইকে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে।

বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ অধিকারকে অগ্নি-দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনটি ঘরে ১১টি পরিবার বসবাস করতো। এখন তারা নিঃস্ব হয়ে গেছে। বোয়ালখালী পৌরসভার মেয়র জহিরুল ইসলাম জহুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা পৌরসভার পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করেছি।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার মো. হায়দার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় লোকজন আগুন লাগার খবর দিলে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড