• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

লঞ্চের ধাক্কায় ট্রলার চালক নিহত

  তুষার আহমেদ, নারায়ণগঞ্জ

২৮ জানুয়ারি ২০২৩, ১০:২৮
লঞ্চ

নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চের ধাক্কায় মনির নামে এক ট্রলার চালক নিহত হয়েছে। এই ঘটনায় পটুয়াখালীগামী এম.ভি প্রিন্স কামাল-১ নামক ঘাতক লঞ্চটি আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ফতুল্লার বুড়িগঙ্গা নদীর লঞ্চঘাটে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ট্রলার চালক মনির কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার এলাকার আলী আকবর ফকিরের ছেলে। তিনি নিজেই ওই ট্রলারটির মালিক ও চালক ছিলেন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফতুল্লা মডেল থানা পুলিশ, নৌ ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন জানান, ‘এম.ভি.প্রিন্স কামাল-১ নামক পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ ফতুল্লা খেয়াঘাটে থেমে থাকা ট্রলারগুলোর উপর উপর ধাক্কা দেয়। এতে করে একটি ট্রলারে থাকা চালক মনির লঞ্চ ও ট্রলারের নীচে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পাগলা নৌ ফাঁড়ির উপপরিদর্শক ইয়ার আলী বলেন, ‘লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফতুল্লা লঞ্চঘাটের ইজারাদার কর্তৃপক্ষ থেকে প্রিতম নামে একজন বলেন, ফতুল্লা খেয়া ঘাটে বেশ কয়েকটি ট্রলার থেমে ছিলো। এই ট্রলারগুলো নদীর এপাড়-ওপাড় পাড়াপাড়ের জন্য যাত্রী বহন করে থাকে। রাত ৮টার দিকে এম.ভি.প্রিন্স কামাল-১ নামক বগা-পটুয়াখালীগামী একটি যাত্রী বাহী লঞ্চ দ্রæত গতিতে এসে ফতুল্লা খেয়া ঘাটে অপেক্ষামান বেশ কয়েকটি ট্রলারের উপর উঠিয়ে দেয়। এসময় প্রত্যক্ষদর্শীদের অনেকে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া একটি ট্রলারের নীচ থেকে মনির নামে একজনকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড