আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে মোড়কবিহীন নিম্নমানের পামওয়েল বিক্রি ও মাইকে প্রতারণামূলক মিথ্যা বিজ্ঞাপন প্রচারের দায়ে আমজাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে চট্টগ্রাম হালিশহর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সরকারহাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, একটি ট্রাকে করে অধিক মুনাফার আশায় বিএসটিআই অনুমোদন বিহীন নিম্নমানের পাম ওয়েল বিক্রি করছে আমজাদ হোসেন নামে এক অসাধু ব্যবসায়ী। এমনকি অনুমোদনহীন এসব ভোজ্য তেলের বোতলের গায়ে পণ্য সম্পর্কে ছিল না কোনো বর্ণনা। বিক্রির সময় "সুপার সয়াবিন" বলে মাইকে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও শাহিদুল আলম বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন ও অন্যান্যদের সহযোগিতায় অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ অর্থদণ্ড দেয়া হয়েছে।
উল্লেখ্য, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড