• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত 

  মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী

২৭ জানুয়ারি ২০২৩, ১২:০৮
রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত 

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশনার কার্যালয়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রজাতন্ত্র উদযাপন অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে উপস্থিত সকলে ভারতীয় জাতীয় সংগীত পরিবেশন করেন।

এরপর সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৭৪তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বাণী উপস্থিত সকলের সামনে পাঠ করেন।

৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ে রাজশাহীতে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় নাগরিকগণ ও সহকারী হাইকমিশনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এরপর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার। অনুষ্ঠান শেষে ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার গণমাধ্যম কর্মীদের বলেন, ভারত প্রতিবছর যথাযথ মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করে থাকে এবং মুক্তির যে স্বাদ সেই স্বাদ আমরা উপলব্ধি করি এই দিনে।

তিনি আরও বলেন, মুক্তির ৭৫ বছরে ভারত বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং ভারতের বিজ্ঞান, টেকনোলজি, ডিফেন্সসহ সব দিকে ভারত ও দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সেই সাথে আমি মনে করি, বাংলাদেশ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু এবং আমরা ভাই বোনের মতো।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড