আলমগীর হোসেন, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে রসুলগঞ্জ বাজারের মাংস ব্যবসায়ী হারুন (৩২) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার, এলাকাবাসী, রসুলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় দিকে রসুলগঞ্জ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে অংশ নেন অত্র এলাকার প্রায় ২ হাজার সাধারণ মানুষ।
মানববন্ধন থেকে নিহত হারুনের বাবা আবদুল মন্নান অভিযোগ করেন, হারুনকে তার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এ সময় বক্তব্য রাখেন মানবন্ধন ব্যবসায়ী সমিতির স্বপন পায়য়ারী ,সফি মাহমুদ নিজু, তমিজ উদ্দিন, হান্নান হোসেন বাবু, মোবারক চৌধুরী, গোফরান হোসেন বাবু, জহির উদ্দিন, ইউপি সদস্য আবুল বাশার, আবদুল মতিন, মোঃনিয়াজ, আব্দুল মজিদ, মোঃ আরিফ, মোঃ মোরশেদ, মনির হোসেন, মোঃ নাহিদসহ প্রমুখ।
মাংস ব্যবসায়ী হারুনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল করেন রসুলগঞ্জে বাজার ব্যবসায়ীরা। তারা আরও বলেন স্ত্রী আমেনা আক্তার বৈশাখী পরকীয়া তথ্য হারুন জেনে যাওয়ার জের ধরে তাকে রায়পুর উপজেলা দক্ষিণ চরবংশি ইউনিয়নের হাজীমারা গ্রামের মনচুর দরবেশ বাড়ি শ্বশুর বাড়িতে গত মঙ্গলবার ১৭ জানুয়ারি রাত ১ ঘটিকায় দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটায় স্ত্রী আমেনা বেগম বৈশাখী, শাশুড়ি খুকি বেগম,পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বারা জুয়েলসহ অজ্ঞতা নামা ৩/৪ জন।
এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা আক্তার বৈশাখী, শাশুড়ী খুকি আক্তার কারাগারে বন্দী রয়েছেন, বারা জুয়েল পলাতক রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড