• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রামে শীতের শুরুতেই পিঠা উৎসবের আমেজ 

  মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

২৬ ডিসেম্বর ২০২২, ১৬:৪০
গ্রামে শীতের শুরুতেই পিঠা উৎসবের আমেজ 

রাঙ্গামাটির লংগদু উপজেলার হাজাছড়া বাজার কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এলাকায় শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

চিতই পিঠা, ভাপা পিঠা, কাটা পিঠা, বেণী পিঠা, কুসলিপিঠা, বকুল পিঠা, চন্দ্রহলি, সাগরিকা, ঝর্ণা, সাঝেরমায়া, গোপাল, ঝিনুক, পাটি সাপটা, বৌমুগ পাকানসহ কয়েকশ’ পিঠার সমারোহ নিয়ে হাজা ছড়ায় হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব।

গতকাল রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়নের হাজাছড়া কমিউনিটি ক্লিনিকের মাঠ প্রাঙ্গণে উক্ত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন- লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এ সময় স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন গ্রাম থেকে পিঠা বিক্রেতারা এসে পিঠা বানিয়ে শীতকালীন এ পিঠা উৎসব জমিয়ে রাখেন।

স্থানীয়রা বলছেন, পিঠা উৎসব একটি অন্য রকম আনন্দের মেলা। এই উৎসবকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই প্রতি বছর এ রকম উৎসবের বিকল্প নেই।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড