• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাতের আঁধারে দোকানের মালামাল লুট

  সুলতান আহমেদ, মান্দা (নওগাঁ)

০৪ ডিসেম্বর ২০২২, ১৬:২৮
রাতের আঁধারে দোকানের মালামাল লুট

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে দোকানের পার্শ্ব ওয়াল ভেঙ্গে ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট ও জবর দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার মোড়ে ঘটেছে।

এ ঘটনায় গত শুক্রবার রাতে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাঁশবাড়িয়া গ্রামের দোকান মালিক ভুক্তভোগী হাফিজুল হকের ছেলে সোহেল রানা।

অভিযোগ সূত্রে জানা গেছে, কুলিহার মোড়ের দোকান মালিক ভুক্তভোগী হাফিজুল হকের দখলকৃত দোকান-ঘরের জমি নিয়ে জাফরাবাদ (চকভবানী) গ্রামের প্রতিপক্ষ মৃত গোকুল সরদারের ছেলে আব্দুস সামাদ সরদার গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

এরই জেরে প্রতিপক্ষের আব্দুস সামাদ গং গেল বৃহস্পতিবার রাত ১টার দিকে দোকানের দক্ষিণ দেওয়াল ভেঙে দোকানের যাবতীয় মালামাল (ঔষধ, কম্পিউটার, চেয়ার, টেবিল, র্যাক, ড্রয়ারে থাকা নগদ টাকা, দোকানের ট্রেড লাইসেন্স, পল্লী চিকিৎসকের সার্টিফিকেট, কৃষি ব্যাংকের চেক বহিসহ মূল্যবান কাগজপত্র) লুটপাট করে নিয়ে গেছেন বলে দাবি ভুক্তভোগীদের।

যদিও প্রতিপক্ষের আব্দুস সামাদ সরদার আতোয়ার রহমান, আবু রায়হান লিটন, রফিকুল ইসলাম, আবু বক্করসহ অন্যান্যরা তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন তারা।

এ ব্যাপারে মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড