• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লেডিস ব্যাগে হাজার পিস ইয়াবা নিয়ে ঘুরছিলেন মধ্য বয়স্কা

  কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা

০৩ ডিসেম্বর ২০২২, ১৩:০৯
লেডিস ব্যাগে হাজার পিস ইয়াবা নিয়ে ঘুরছিলেন মধ্য বয়স্কা
হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত মধ্য বয়স্কা পিয়ারী বেগম (ছবি : অধিকার)

চুয়াডাঙ্গার দশমী গ্রাম থেকে এক হাজার ১২৪ পিস ইয়াবাসহ পিয়ারী বেগম (৬০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী টালিখোলা দশমী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় শুকুর আলী নামে আরেক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গ্রেফতারকৃত পিয়ারী বেগম উপজেলার কেরানীগঞ্জ শুভাড্ডা পূর্ব পাড়ার আব্দুল হামিদের স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়াতুল্লাহ বলেন, শুক্রবার দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানাধীন দশমী টালিখোলা দশমী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি লেডিস ব্যাগ তল্লাশি চালিয়ে এক হাজার ১২৪ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ পিয়ারী বেগমকে কারবারি করা হয়।

তিনি আরও বলেন, এ সময় শুকুর আলী (৩২) নামে আরও একজন মাদক কারবারি পালিয়ে যান। গ্রেফতারকৃত পিয়ারী বেগম ও পলাতক শুকুর আলীর নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীকালে মধ্য বয়স্কা পিয়ারী বেগমকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড