• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়কে ট্রাক্টরের ধাক্কায় ঝরল ছাত্রলীগ নেতার প্রাণ

  শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ)

৩০ নভেম্বর ২০২২, ১০:০২
সড়কে ট্রাক্টরের ধাক্কায় ঝরল ছাত্রলীগ নেতার প্রাণ
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ সায়েম লিপু (ফাইল ছবি)

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল্লাহ সায়েম লিপু (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল তিনটার দিকে উপজেলার হরিরামপুর-ঝিটকা সড়কের আন্ধারমানিক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত লিপু উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকান্দি বয়ড়া গ্রামের লালমদ্দিনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন।

লিপুর মামা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শহিদুর রহমান শহিদ বলেন, ঘটনার দিন বিকালে হরিরামপুর-ঝিটকা আঞ্চলিক সড়কের আন্ধারমানিক এলাকার হামিদ মাস্টারের বাড়ির সামনে বালুবাহী ট্রাক্টর লিপুর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় লিপুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভীর সিদ্দিক বলেন, আব্দুল্লাহ সায়েম লিপু উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। সম্প্রতি হরিরামপুরে চালু হওয়া ওয়াল্টন প্লাজায় বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এভাবে সড়কে হত্যা মেনে নেয়া যায় না।

লিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হরিরামপুর উপজেলা ছাত্রলীগ। সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। শোকবার্তায় গভীর শোক প্রকাশের পাশাপাশি লিপুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড