শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৮৪ হাজার ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি প্রেস রিলিজের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।
আটককৃত ব্যক্তি হলেন- টেকনাফের হ্নীলার কামাল হোসেনের ছেলে খায়রুল আমীন (২৮)।
প্রেস রিলিজ উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী সংলগ্ন শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহপরী জালিয়াপাড়া এলাকায় বস্তা থেকে এক ব্যক্তিকে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে লোকটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা তাকে আটক করে। এ সময় তার হাতে থাকা বস্তা তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
অপর দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্যারা বন তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করে। আর ওই ব্যাগ থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ করে।
পরবর্তীকালে উভয় অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড