• রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : মতিয়া চৌধুরী 

  খলিল উদ্দিন ফরিদ, ভোলা

১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৬
বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : মতিয়া চৌধুরী 
বক্তব্য রাখছেন সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী (ছবি : অধিকার)

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, এখন বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার্ত নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চরফ্যাশনের সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে উপজেলার বজ্র গোপাল টাউন হলে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেগম মতিয়া চৌধুরী বলেন, সাবেক সাংসদ অধ্যক্ষ নজরুল ইসলাম ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, প্রাজ্ঞ, মিষ্টভাষী রাজনৈতিক ব্যক্তিত্ব। অধ্যক্ষ নজরুল ইসলামের সন্তান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম পি চরফ্যাশনকে উন্নয়ন দিয়ে সাজিয়েছে, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ধন্য পিতার যোগ্য সন্তান।

মতিয়া চৌধুরী আরও বলেন, বিরোধী দলকে বলবো, অন্ধ বিরোধিতা না করে, বিবেক দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে মূল্যায়ন করুন।

চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভোলা -৪ আসনের সাংসদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সিনিয়র সহ সভাপতি ও ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

এতে উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, আওয়ামী মহিলা লীগ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি নিলীমা নিগার সুলতানা জ্যাকব,চরফ্যাশন পৌর সভার মেয়র মো. মোরশেদ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার কর্মীরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড