কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার সদর উপজেলার ছয় মাইলে জেআর পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসনাত কবির দিপু (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটিকে এরই মধ্যে আটক করেছে পুলিশ।
নিহত হাসনাত কবির দিপু ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার হিংগার পাড়ার মৃত নাছোর বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত হাসনাত কবির দিপু মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বোনের বাসা থেকে নিজ বাড়ি হিংগার পাড়ায় ফিরছিল। এ সময় চুয়াডাঙ্গার শরজগঞ্জের অদূরে ছয়মাইল নামক স্থানে ঝিনাইদ থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান রুমি বলেন, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন। পরবর্তী কার্যক্রম আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড