নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)
নওগাঁর আত্রাইয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আলতাফ প্রামাণিক (৪৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার ভবানীপুর গ্রামের মৃত জহির প্রামাণিকের ছেলে। শুক্রবার (৫ আগস্ট) সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাতে আটককৃত আলতাব প্রামাণিক গাঁজা বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোশারফ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার চৌধুরী ভবানীপুর গ্রামে আলতাফ নামে কারবারি গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হই। শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড