এস. এম. মিজানুর রহমান মজনু, ভালুকা (ময়মনসিংহ)
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারলেনে আন্ডারপাস সড়ক নির্মাণ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (৬ জুলাই) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা টু গফরগাঁও সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার বিরুনীয়া, রাজৈ ও ভালুকা ইউনিয়নের কয়েক শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব আমিন খান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রতন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ উল্লাহ খান মিদুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহিদ খান, শরিফ আহাম্মেদ, শাখাওয়াত হোসেন, ইউপি সদস্য আসাদ, রাসেল ও আমির হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারলেন ভালুকা থানার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনা থেকে এলাকাবাসিদের বাঁচাতে আন্ডারপাস সড়ক নির্মাণ অতিদ্রুত প্রয়োজন বলে জোর দাবি জানান এলাকাবাসী।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড