খলিল উদ্দিন ফরিদ, ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার একটি দোকানের দ্বিতীয় তলায় কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মো. সলেমান (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার টবগী ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় ঘটনাটি ঘটে। সলেমান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল থেকে সলেমানসহ আরও চার শ্রমিক ফকিরহাট বাজারের একটি দোকানের দ্বিতীয় তলার ছাদে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। এ সময় পা পিছলে সলেমান ছাদ থেকে নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছি। তবে তার পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড