শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের হরিরামপুরে বিলের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।
বুধবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের নয়ারহাট বাজার সংলগ্ন মহেশখালী বিল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। তবে রাত সাড়ে নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুন) মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরলে এলাকাবাসী নৌকা নিয়ে দুগর্ন্ধের উৎসস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি ভেসে থাকতে দেখে হরিরামপুর থানা পুলিশকে জানায়।
আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে আদালতে তলব
এ বিষয়ে মুঠোফোনে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, লাশ ভেসে থাকার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফোর্স নিয়ে মহেশখালী বিলে আসি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড