শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষের বাড়ি-ঘরে দ্রুত পানি ঢুকে পড়ায় অনেক মানুষ ঘরবন্দী অবস্থায় আছেন। কেউ কেউ উচুঁ স্থানে আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠছেন। অনেকে ঘরের মালামাল ও গবাদি পশু রেখে ঘর থেকে বের হচ্ছেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, এ রকম বন্যা আমরা আগে দেখিনি কখনও। কয়েকদিন ধরে ঘুম, নাওয়া-খাওয়া নেই ঠিকমত। কোথাও বের হওয়া যাচ্ছে না। ঘরে এখনও পানি। রান্নাবান্না সব বন্ধ। পরিবার-পরিজন নিয়ে খুব ভয়ে দিন কাটছে। তৃষ্ণা মিটে পানি পর্যন্ত পান করতে পারছি না।
বন্যা কবলিত কয়েকটি এলাকায় গিয়ে বানভাসি মানুষের কাছ থেকে এমন করুণ দৃশ্য দেখা ও শুনা যায়।
গোয়াইনঘাটে বন্যার পানি অল্প অল্প করে কমতে শুরু করেছে। পানি কিছুটা কমতে শুরু করলেও মানুষের বাড়ি-ঘরে চারপাশেই রয়েছে পানি। চতুর্দিকে পানিতে থই থই করছে।
খোঁজ নিয়ে জানা যায়, রবিবার বিকেল ৩টা পর্যন্ত কয়েকটি ইউনিয়নে বন্যার পানি কিছুটা কমতে শুরু করে। তবে নদনদীতে এখনও পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিপাত হলে বন্যার পানি আবারও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে শনিবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনী ও নৌবাহিনীর দু'টি দল ভিন্ন ভিন্ন এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।
গত কয়েকদিনের টানা বর্ষণে সিলেটের গোয়াইনঘাটে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে মানুষের বাড়িঘরে পানি উঠে চরম বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলাবাসী এমন ভয়াবহ বন্যা দেখেননি অনেক বছর। এক মাসের মাথায় ফের বন্যা দেখা দেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
পাহাড়ি ঢলের পানি সারি-পিয়াইন ও ডাউকি নদী দিয়ে এলাকায় দ্রুত গতিতে বেড়ে উপজেলার ১২টি ইউনিয়ন পূর্ব জাফলং, মধ্য জাফলং, পশ্চিম জাফলং, পূর্ব ও পশ্চিম আলীরগাঁও, রুস্তমপুর, লেঙ্গুড়া, ডৌবাড়ি, ফতেহপুর, তোয়াকুল, নন্দীরগাঁও এবং সদর ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে।
আরও পড়ুন: শহীদ মিনারের পাদদেশে বোম!
উপজেলা সদরের সাথে সবক'টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তাঘাট ডুবে যাওয়ার ফলে অনেকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড