আলমগীর মণ্ডল, মিরপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।
শনিবার (৪ জুন) বিকেল ৫টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু হোসেন মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া বেড়পাড়া এলাকার আবু মুসার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। পেশায় একজন গরু ব্যবসায়ী।
ঘটনাস্থলে উপস্থিত নিহতের প্রতিবেশী হাফিজুল ইসলাম জানান, মিরপুর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলো বাবলু। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে কুষ্টিয়া-মেহেরপুরগামী একটি পিকআপের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই সে মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা ঘটনাস্থল থেকে জানান, পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করেছে। তবে ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: তরুণীর ইসলাম ধর্ম গ্রহণ
এদিকে এ দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক কামারুল আরেফিনসহ দলীয় নেতাকর্মীরা।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড