এমএস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে দুটি গরুসহ এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নারীর নাম ফুলবানু বেগম (৫০)। তিনি ওই গ্রামের ছেরাগ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় ফুলবানু নিজের গৃহপালিত দুটি গরু পাশের জমি থেকে আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন। ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। খবর পেয়ে তার স্বজনরা চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে নিজস্ব কার্যালয়হীন ১১ দফতর
চুনারুঘাট উপজেলা নির্বাাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে মৃত ফুলবানুর পরিবারকে সহায়তা করা হবে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড