সারাদেশ ডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের ছড়ার পানিতে ডুবে রিশিতা উড়াং (৭) ও নিরালা উড়াং (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলার মির্তিঙ্গা চা বাগানের কালাছড়ায় গোসল করতে গিয়ে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত রিশিতা মির্তিংগা চা বাগানের বাবলু উড়াংয়ের মেয়ে ও নিরলা একই বাগানের শিব উড়াংয়ের মেয়ে।
দুই শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী।
তিনি বলেন, দুই শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়া কালাছড়ার স্লুইস গেট এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মির্তিঙ্গা চা বাগান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : উপকারী জলকপাট এখন মরণফাঁদ!
মির্তিঙ্গা চা বাগান হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড