মো. মেহেদী হাসান, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে এবং বাঘারপাড়া উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ মহা-পরিচালক শাহ আহম্মেদ ফজলে রাব্বী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা, কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সখিনা খাতুন। আরও বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ভিডিপি দলনেতা রবিউল ইসলাম। সমাবেশে সাফল্য অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড