জাহিরুল মিলন, শার্শা (যশোর)
বেনাপোলে নতুন ভাইরাস মাঙ্কিপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (২৪ মে) মাঙ্কিপক্স নিয়ে উচ্চ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. ইউসুফ আলী।
তিনি জানান, মাঙ্কিপক্স নিয়ে স্বাস্থ্য অধিদফতর ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সারাবিশ্ব থেকেই তথ্য-উপাত্ত নিয়ে এবং প্রয়োজন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা অধিদফতর নেবেন।
তিনি আরও জানান, শুধুমাত্র বন্দর ও পাসপোর্টযাত্রী চলাচল করা সীমান্ত গুলোতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে থেকে যে সব যাত্রী ভারত হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে শুধু মাত্র তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড