শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ এবং বানবাসী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
বুধবার (১৮ মে) বিকেলে তিনি বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে আমির মিয়া স্কুল এন্ড কলেজমাঠে উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নের অসহায় বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
আরও পড়ুন : জনতার হাতে আটক ৫ নারী ছিনতাইকারী
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান, গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল প্রমুখ।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড