মোহাম্মদ আবদুর রহিম, স্টাফ রিপোর্টার বান্দরবান
বান্দরবনে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ফরহাদ চৌধুরী (২৯) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মির্জা জহির উদ্দীন।
সোমবার (১৬ মে) সন্ধ্যায় বান্দরবন সদরের বালাঘাটা লেমুঝিরি সড়কের স’মিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযুক্ত ফরহাদ চৌধুরী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লেমুঝিরি পাড়ার বাসিন্দা।
প্রতিবন্ধী নারীর স্বামী বলেন, আমি দিনমজুরী কাজ করতে রোয়াংছড়ি উপজেলা যাওয়ার সুযোগে শনিবার ফরহাদ ঘরে ঢুকে জোরপূর্বক আমার প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণ করে। রোয়াংছড়ি থেকে ফেরার পর স্ত্রী বিষয়টি আমাকে জানালে থানায় অভিযোগ করেছি।
আরও পড়ুন: ১০ লাখ চাঁদা দাবি, আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা
এ ব্যাপারে বান্দরবন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মির্জা জহির উদ্দীন বলেন, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর (১) ধারায় মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড