নাজির আহমেদ আল-আমিন, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে আকাশ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকার বসত বাড়ির সামনের পুকুর পাড়ে খেলতে গিয়ে এই ঘটনাটি ঘটে। আকাশ ভবানীপুর পশ্চিম পাড়া এলাকার মো. সালাম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকালে বসত বাড়ির সামনে পুকুর পাড়ে খেলতে যায় শিশু আকাশ। এক পর্যায়ে খেলা করার সময়ে হঠাৎ পুকুরের পানিতে শিশুটি পড়ে যায়। এরপর স্থানীয়রা খবর পেয়ে পানি থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
আরও পড়ুন: ধারালো অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ, ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধার
শিশুটির বাবা সালাম মিয়া বলেন, ঘুম থেকে উঠে নাস্তা করে বাড়ির সামনে খেলতে যায় তার শিশু পুত্র আকাশ। হঠাৎ করে খেলার ফাঁকে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড