কাজী রিপন, টাঙ্গাইল
টাঙ্গাইলে কূপ খননের সময় মাটিচাপা পড়ে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকির জন্য কূপ খননের সময় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পালপাড়ার আনন্দ পাল ও লিটন পাল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকাল আনুমানিক ১১টার দিকে আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে অলি, জিহাস ও নজরুলের নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকির জন্য কূপ খননের সময় ৫ জন কুমার কাজ করছিল। এ সময় দুইজন কূপের নিচে ছিল। আর তিনজন কূপের উপরে ছিল। কাজ করার একপর্যায়ে দুপুর ১২টার দিকে কূপের মাটি ধসে মাটির নিচে চাপা পড়ে আনন্দ পাল ও লিটন পাল। পরে এলাকাবাসী উপরের তিনজনকে উদ্ধার করে। তারা সামান্য আহত হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ভেকু দিয়ে মাটি সরিয়ে কূপের নিচে চাপা পড়া দুইজনের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন : বৃষ্টির দাপটে আলুচাষিদের সর্বনাশ
এ ঘটনায় আহতরা হচ্ছে- বাসাইল উপজেলার কাশিল পালপাড়ার মিলন পাল, নওসুনি পাল ও বিমল পাল।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড