তরিকুল ইসলাম তরুন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া ইফাদ (৮) নামে এক শিশু আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ মে) দুপুর ১০ ঘটিকায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অঞ্জনা বেগম (৩৮) বটতেল কবুরহাট এলাকার নাজমুলের স্ত্রী। তাদের সন্তান ইফতিয়াজ (১৯) কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ফাইনাল ইয়ারের ছাত্র। ওই দম্পতির আরেক সন্তান ইফাদ গুরুতর আহত হয়েছে।
আরও পড়ুন: জাফলংয়ে প্রবেশ ফি মওকুফ
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মে) সকাল ১০ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছেলে ইফতিয়াজের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মা অঞ্জনার মৃত্যু হয়।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড