মো. শাহরিয়ার তুহিন, ডাসার (মাদারীপুর)
মাদারীপুরের ডাসারে ভুলক্রমে কাশির ওষুধ ভেবে ঘাস মারার বিষ খেয়ে মো. হালান চৌকিদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১ মে) বেলা ৩টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত মো. হালান চৌকিদার ডাসার উপজেলার কাজি বাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের মৃত সোনামদ্দিন চৌকিদারের ছেলে।
এলাকা সূত্রে জানা যায়, জমির ঘাস মারার জন্য বাজার থেকে বিষ কিনে ঘরে রাখা হয়। মো. হালান চৌকিদার রবিবার বেলা তিনটার দিকে ঘরে ঢুকে কাশির ওষুধ মনে করে ঘাস মারার ওই বিষ সেবন করে অসুস্থ হয়ে পড়েন।
এরপর বৃদ্ধের শারীরিক অবস্থা ক্রমে খারাপ হতে দেখে পরিবারের লোকজন প্রথমে তাকে ঘোষের হাট বাজারে নিয়ে যান। পরবর্তীকালে সেখান থেকে ফেরত দেওয়া হলে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানেও অবস্থার অবনতি ঘটলে বৃদ্ধকে মাদারীপুর সদরে পাঠানো হয়। সবশেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মো. হালান চৌকিদার মারা যান।
আরও পড়ুন : মাত্র ৫ টাকায় ইদের বাজার করলেন তারা!
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। এরপর তা ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওডি/কেএইচআর
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড