সারাদেশ ডেস্ক
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই চালকসহ অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
হতাহতদের উদ্ধার করে এরই মধ্যে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। রবিবার (১ মে) সকাল ৮টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুজন হলেন- বাস ও ট্রাকের দুই চালক এবং বাসের যাত্রী ১০ মাস বয়সী শিশু আয়ান শেখ। আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
নিহত আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। দুর্ঘটনার সময় সে তার বাবা-মার সঙ্গে ছিল। মর্মান্তিক এই ঘটনায় তার বাবা-মাও গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান। তিনি বলেন, আমরা আহত ও নিহতদের উদ্ধার করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন : রাস্তা দখল করে অবৈধ পার্কিং, ইদযাত্রায় ভোগান্তির শঙ্কা
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেছেন, দুর্ঘটনায় আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওডি/কেএইচআর
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড