• বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মাসেতুর নিচে যাত্রীবোঝাই স্পিডবোটডুবি

  আবু ছালেহ্ মুছা, শিবচর (মাদারীপুর)

৩০ এপ্রিল ২০২২, ১১:৪৮
পদ্মাসেতুর নিচে যাত্রীবোঝাই স্পিডবোটডুবি
যাত্রীবোঝাই স্পিডবোটডুবি । ছবি : অধিকার

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে পদ্মা সেতুর কাছে শিমুলিয়া থেকে ছেরে আসা বাংলাবাজারগামী বাবু নামের একটি যাত্রী বোঝাই স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিুটিএ'র বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিুটিএ'র বাংলাবাজার ঘাট সূত্র জানায়,বোটে ১১ জন যাত্রী ছিলেন। ডুবে যাওয়া স্পিডবোটের সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কেহ নিখোঁজ নেই।

জানা গেছে, শনিবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পদ্মাসেতুর কাছে পৌছালে ঢেওয়ের ধাক্কায় যাত্রীসহ স্পিডবোটটি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে নৌকা ও পুলিশ টিম গিয়ে তাদের উদ্ধার করে।

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুনমলিয়া ঘাট থেকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে বাবু নামের একটি স্পিডবোট রওনা হয়েছিলো। বোটের ড্রাইভার উজ্জ্বল। পদ্মাসেতু অতিক্রমের সময় ঢেওয়ের ধাক্কায় উল্টে যায়।

চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর রহমান বলেন, বোটটি তলা ফেটে ডুবে গেছে। সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।

ওডি/ওএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড