শাকিল শেখ আশুলিয়া (ঢাকা)
ঢাকার আশুলিয়ায় তাজরীন গার্মেন্টে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২৬ জন শ্রমিকদের মধ্যে ৩টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইদ উৎসব উপলক্ষে নগদ অর্থসহ ত্রাণ উপহার বিতরণ করা হয়। শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ৩টার সময় আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরীন গার্মেন্টের পাশে নগদ অর্থসহ এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় ১২৬ জন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে, ১ কেজি পোলাও চাউল, ১ কেজি চিনি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট তরল দুধ, একটি মুরগি, নগদ ১৫শ টাকাসহ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
এই ইদ উপহার পেয়ে আবেগ আপ্লূত হয়ে বেঁচে ফেরা আহত শ্রমিক বলেন, বছরে দুইটা ইদ যায় কত অনুষ্ঠান যায় কেউ আমাদের খোঁজ খবর নেই না। আজ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা আমাদের সবাইকে নগদ টাকাসহ খাদ্য সামগ্রী দিয়েছেন। ইদের দিন আমরা এবার ভালোমন্দ খেতে পারবো।
এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, বাংলাদেশের মধ্যে শ্রমিকদের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমিক ফেডারেশন। আমরা তাজরীন গার্মেন্টের আহত, নিহত ও ক্ষতিগ্রস্ত যে পঙ্গু অসহায় শ্রমিক রয়েছে। এবার আমরা ইদের মধ্যে অনুভব করলাম যে তাদের পরিবারগুলোকে কেউ কোনো সাহায্য সহযোগিতা করছে না। সেজন্য আমাদের ৩ টা শ্রমিক সংগঠন একত্রিত হয়ে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছিলাম। আজ এই বেঁচে ফেরা আহত ১২৬ শ্রমিককে নগদ ১৫শ টাকাসহ ইদ উপলক্ষে খাদ্য সামগ্রী তুলে দেই।
তিনি আরও বলেন, আসলে তাজরীন শ্রমিকদের এইসব ত্রাণ সামগ্রী বিতরণের দরকার ছিলো না। যদি তাজরীন গার্মেন্টে আগুন না লাগত। তাহলে এই শ্রমিকরাই নিজেরাই কাজ করে নিজেদের পরিবার চালাতে পারতো। আজ প্রায় ১০ বছর চলে গেলেও এই শ্রমিকদের যে কারণে মৃত্যু ঘটলো তাদের যারা দোষী তাদের বিচার হয়নি। যার কারণে আমরা অনুভব করেছি আমি একজন আইনজীবী হিসেবেও প্রচলিত আইনে এতবড় হত্যাকাণ্ডে বিচার করা সম্ভব হয় না।
আরও পড়ুন: শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন আলী হায়দার
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের শহিদুল ইসলাম সবুজ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের শবনম হাফিজ, স্থানীয় শ্রমিক নেতা খোরশেদ আলম প্রমুখ।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড