• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত সাবেক মেয়র মান্নান

  আব্দুল মালেক, স্টাফ রিপোর্টার, গাজীপুর

২৯ এপ্রিল ২০২২, ১৭:৫৪
মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত সাবেক মেয়র মান্নান
গাজীপুরে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে অধ্যাপক এমএ মান্নানের নামাজে জানাজা nmgrbgb (ছবি: অধিকার)

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বাদ জুমা শহরের শহিদ বরকত স্টেডিয়ামে জানাজায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মানুষ শরিক হন।

এদিকে, অধ্যাপক এমএ মান্নানের মৃত্যু উপলক্ষ্যে তিনদিনের শোক ঘোষণা করেছে গাজীপুর মহানগর বিএনপি। এ তিনদিন দলীয় কার্যালয়ে সামনে দলীয় পতাকা অর্ধনমিত এবং প্রতিদিন কোরআনখানি ও ইফতারের ব্যবস্থা থাকবে। গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।

জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, সাবেক সচিব এম.এম নিয়াজ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বাদ আছর তার গ্রামের বাড়ি সালনায় নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও সাবেক কাউলতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। পরে তার বাড়ির কাছে পারিবারিক গোরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক এমএ মান্নান বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিক, কিডনীসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী, অনুসারী ও গুনগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা সংসদ ট্রাস্টি বোর্ডের তিন পদে একাই তিনি!

অধ্যাপক এমএ মান্নান ২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন। পরে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় বারিধারার বাসভবন থেকে পুলিশ তাকে নাশকতার একটি মামলায় গ্রেফতার করে। এ ঘটনায় ওই বছর ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রনালয় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। তার বিরুদ্ধে নাশকতা, গাড়ি পোড়ানোসহ বিভিন্ন ধারায় প্রায় ৩০টি মামলা দেওয়া হয়। তিনি তার ৫ বছরের মেয়র মেয়াদকালে ২৮ মাস কারাগারে আটক ছিলেন।

ওডি/এমকেইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড