• বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়

  মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

২৯ এপ্রিল ২০২২, ১১:০৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়
ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় । ছবি : অধিকার

ইদুল ফিতরের আর চারদিন বাকি থাকতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে যান চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। মহাসড়কে অনেক যাত্রীকেই যানবাহনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এদিকে যানবাহন মালিকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ করছে যাত্রীরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে।

শুক্রবার থেকে অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ এড়াতে আজই মানুষ গ্রামের দিকে ছুটছেন। সেজন্য সন্ধ্যার পর থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে। ভাড়া কিছুটা বেশি গুনতে হলেও মানুষ সন্ধ্যার পর থেকেই গন্তব্যস্থলে পাড়ি জমাচ্ছেন।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, চিটাগাংরোড থেকে কুমিল্লার ১৫০ টাকার ভাড়া ২৫০ টাকা করে নিচ্ছে। এছাড়া চিটাগাংরোড থেকে চট্টগ্রামের ভাড়া ৫৮০ টাকার পরিবর্তে ৭০০ টাকা করে নিচ্ছে। তবে বাসের হেলপাররা বেশি ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন। কিছু বাসের হেলপাররা বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার করলেও তারা ইদের অজুহাত দেখাচ্ছে। তারা জানান, বছরে এই কয়েকটা দিনই আমরা একটু বেশি ভাড়া নেই। যা যাত্রীদের সাধ্যের মধ্যেই।

ঢাকা থেকে আসা এনা পরিবহনের যাত্রী রায়হান হাসান জানান, ‘ইদের ছুটিতে বাড়ি ফিরছি। সারা বছর পরিবারের থেকে দুরে থাকি শুধুমাত্র ইদের ছুটিতে গ্রামের বাড়ি যাই। অন্য বছরের চেয়ে এ বছর একটু বেশি ভালো লাগছে। আসার সময় দেখলাম সড়কে অনেক পুলিশ ডিউটি করছে। অতিরিক্ত পুলিশ থাকায় যানবাহন চালকরা সড়কে সুশৃঙ্খলভাবে চলাচল করছে। তবে ভাড়া একটু বেশি গুনতে হয়েছে বলে জানান তিনি।

সালমা আক্তার নামে এক যাত্রীর সাথে কথা বললে তিনি জানান, নির্ধারিত ভাড়ার বেশি টাকা নিচ্ছে গাড়ি চালক। যা আমাদের জন্য অনেকটা কষ্টকর বিষয়। কি করার গ্রামে তো যেতেই হবে, তাই বেশি ভাড়া দিয়েই যেতে বাধ্য হচ্ছি।

রহিমা আক্তার নামে এক যাত্রী জানান, গ্রামের বাড়ি কুমিল্লা যাওয়ার জন্য আমি ৪৫ মিনিট ধরে শিমরাইল মোড়ে দাঁড়িয়ে আছি। এখনো বাসের কোনো খবর নেই। তীব্র গরমে এভাবে রাস্তায় আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহই জানে।

আরও পড়ুন : বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন বলেন, ইদে ঘরমুখো মানুষের ভোগান্তি নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি পয়েন্টে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি হোন্ডা পার্টি, মোবাইল টিম, সাদা পোশাকে পুলিশ থাকছে। আশা করছি এবারের ইদযাত্রা সবার ভালো হবে।

ওডি/ওএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড