• বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

  সারাদেশ ডেস্ক

২৮ এপ্রিল ২০২২, ১৯:৫৫
প্রতীকী ছবি

নরসিংদীয় রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তারা।

নিহতরা হলো- উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে জোবায়েদ মিয়া (১১) এবং শেরপুর কান্দাপাড়া এলাকার কাউসার আহমেদের ছেলে সিয়াম আহমেদ আতিকুল (১০)। সিহাম সাহাপুরে তার নানির বাসায় থাকত।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রেল লাইনের পাশের একটি গাছের নিচে আম কুড়াতে গিয়েছিল দুই শিশু। চট্টগ্রাম অভিমুখী একটি কন্টেইনার ট্রেন আসলে তারা রেল লাইনে গিয়ে দাঁড়িয়ে তা দেখছিল। এ সময় অপর দিকের রেললাইন দিয়ে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেন চলে আসে। শিশু দুটি ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নরসিংদী রেলওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) ইমায়েদুল জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড