সারাদেশ ডেস্ক
ফেনীর বাড়ির ছাদে গাঁজা চাষ করে বিক্রির অভিযোগে আব্দুর রব জুয়েল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে দাগনভূঞায় উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর থেকে গাঁজার গাছ-গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক জুয়েল ওই এলাকার কাটা ব্লক মুকবুল কোম্পানির বাড়ির আবদুল বারেকের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন সমাসপুর এলাকায় নিজ বাড়ির ছাদে গাঁজা চাষ করে নিজে সেবন ও বিক্রি করে আসছেন জুয়েল। এ তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় জুয়েলের বাড়ির ছাদ থেকে টবে রোপণ করা গাঁজা গাছ ও ঘর তল্লাশি করে ৫০০ গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, আটক জুয়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড