মোহাম্মাদ শাহআলম মিয়া, ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন থেকে টাকা তোলা নিয়ে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আক্তার হোসেন (২৮) ও জীবন হোসেন (২৬) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে যানবাহন থেকে টাকা তুলছিলেন কিছু শ্রমিক। সে সময় শ্রমিকদের অপরপক্ষ তাদের বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন গুরুতর আহত হন।
আরও পড়ুন : অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক
পরে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জীবন হোসেন ও যশোর নেওয়ার পথে আক্তার হোসেন মারা যান। ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড