মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিলসহ সাত মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। এ সময় আটককৃতদের থেকে মাদকের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, বিভিন্ন মডেলের ৭টি মোবাইল, মাদক বিক্রির নগদ ৯৩১৫ টাকা জব্দ করা হয়।
রবিবার (১০ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (১০ এপ্রিল) ভোরে সিদ্ধিরগঞ্জে ৩টি পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব।
আটককৃতরা হলো- কুমিল্লার মো. ফুল মিয়ার ছেলে মো. হাসান মিয়া (২৭), একই জেলার মোবারক হোসেনের ছেলে মো. জহির ইসলাম (৩৫), একই জেলার মো. জুয়েলের স্ত্রী মোছা. জরিনা(৩৫), একই জেলার একই এলাকার মো. জয়নালের স্ত্রী মোছা. শরিফা (২৮). কুমিল্লার মো. কবিরের ছেলে মো. সোহাগ রানা (২৬), কুমিল্লার মো. মসজিদের ছেলে মো. সাব্বির হোসেন (২১) এবং একই জেলার একই থানার মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (২৮)।
আরও পড়ুন : কান্না বাড়ছে তিস্তা পাড়ের মানুষের
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদক কারবারিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন করে নিয়ে এসে ঢাকা-নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল। তারা মাদক চক্রের সক্রিয় সদস্য।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড