মোঃ আফসার খাঁন বিপুল, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈরে অনলাইনের ক্রেতা সেজে পাখি বিক্রিকালে একজনকে আটক করেছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় রিংনেট সবুজ টিয়া ও তোতা পাখি উদ্ধার করা হয়। পরে রোববার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও পাখি অবমুক্ত করা হয়েছে।
আটককৃত হলেন, বরিশালের বিমান বন্দর থানার রুপিয়াদী এলাকার চান মিয়ার ছেলে মেহেদী হাসান সুমন (২৫)। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার কারুলসুরিচালা এলাকার শহিদুল ইসলামের বাসায় ভাড়া থেকে অবৈধভাবে পাখি বিক্রির ব্যবসা করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত ও বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা গেছে, আজ (রোববার) দুপুরে বন্যপ্রাণী (অপরাধ) পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে গাজীপুরের কালিয়াকৈরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে উপজেলার কালামপুর দক্ষিণপাড়া এলাকা থেকে পাখি বিক্রয়কালে হাতেনাতে সুমনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২টি রিংনেট সবুজ টিয়া ও ২টি তোতা পাখি উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা আদায়ের পর আটককৃত সুমনকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃত পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: নদীতে ডুবে শিশুর মৃত্যু
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মনজুরুল ইসলাম, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সাদেকুল ইসলাম ও সঞ্জয় বন্দ প্রমুখ।
বন্যপ্রাণী (অপরাধ) পরিদর্শক নার্গিস সুলতানা জানান, ১৪টি পাখি উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড