সারাদেশ ডেস্ক
বাগেরহাটে তিন হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) দুপুরে শহরের নাগেরবাজার এলাকায় সিয়াম এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়।
জানা গেছে, তিন হাজার ৮০ লিটার পুষ্টি সয়াবিন তেল মজুদ করেন ব্যবসায়ী মোকবুল হোসেন খোকন। এই অপরাধে কৃষি বিপণন আইনের ২০১৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
আরও পড়ুন : ব্যাহত হচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার স্বাভাবিক কার্যক্রম
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, যেসব ব্যবসায়ী অতি মুনাফার লোভে পণ্য সংকট করে বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড