সারাদেশ ডেস্ক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধানখেত থেকে সোহেল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব ষাটনল গ্রামের একটি খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোহেল ওই গ্রামের নুরুল হক পাঠানের ছেলে। সে স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করত। অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হোসেন, সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন : সরকারি ব্যাংকের রোগ ছড়িয়েছে বেসরকারিতেও
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করছি শুক্রবার রাতে কে বা কারা তাকে হত্যা করে ধানখেতে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড