নাজির আহমেদ আল-আমিন, ভৈরব
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনসহ দুই জন নিহত এবং মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ)সকাল ছয়টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা কুলিয়ারচর কান্দিগ্রাম সানোয়ার মিয়ার বাড়িতে ভাড়া থেকে পাইপ ফিটিংস এর কাজ করত। তাদের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে একজনের নাম ইমান বলে জানায় ভাড়া বাড়ির কেয়ারটেকার।
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জগামী একটি ট্রাক ও ভৈরবগামী একটি বাসের মধ্যে পড়ে যায় তারা। এতেই এই দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক নূর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কোনো লাশ পাওয়া যায়নি এবং আহত নিহতেরও কোনো নাম ঠিকানা পাইনি। তবে ঘটনাস্থল থেকে পড়ে থাকা ভাঙা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ওডি/ওএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড