মাহবুবুর রহমান রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সাটুরিয়ায় সয়াবিন তেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির দায়ে ব্যবসায়ীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা ও মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মো. আসাদুজ্জামান রুমেল সাটুরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বিক্রয়মূল্য প্রদর্শন না থাকায়, আমদানি মূল্য দেখাতে ব্যর্থ হওয়ায় ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ীরা হচ্ছে, সুমন এন্টার প্রাইজের মালিক মো. আজম খান, বিজয় ষ্টোরের মালিক বিজয় বণিক, সন্তোষ বণিক ও সুদেব চন্দ্র মন্ডল।
আরও পড়ুন : সচল হয়নি আহসানগঞ্জ রেলস্টেশনের পানির পাম্প
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা বলেন, নিত্য পণ্যের কৃত্রিম সংকট দেখিয়ে যারা মূল্যবৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড