সারাদেশ ডেস্ক
‘বাড়িঘরে পুরুষ-ছেলে কেউ নেই। আমরা কয়েকজন মহিলা ছোট বাচ্চাকাচ্চা নিয়ে বাড়িতে পড়ে আছি। এমনভাবে ভাঙচুর করেছে, ঘরের বেড়া একেবারে আলগা করে ফেলিছে। মেয়ে-ছেলে নিয়ে এখন আমাগের কোনো নিরাপত্তা নেই।’ আতঙ্কের ছাপ মুখে নিয়ে কথাগুলো বলছিলেন ৭৫ বছর বয়সী সুফিয়া বেগম। সুফিয়া বেগম মাগুরার শ্রীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মৃত আবুল শেখের স্ত্রী।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে মাগুরার শ্রীপুর উপজেলা চরগোলা পাড়া ও সাহেবপাড়া গ্রামে গিয়ে কোনো পুরুষ লোকের দেখা মেলেনি। তবে পুরো এলাকা এখন পুলিশ পাহারা দিচ্ছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) মাগুরার শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া ও সাহেবপাড়ায় নির্বাচনপরবর্তী সহিংসতায় সেখানে ৩৭টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের পর সুফিয়া বেগমের মতো অনেক নারী ও শিশুকন্যা এখন পুরুষ লোক ছাড়া বাড়িতে নিরাপত্তাহীনতার মধ্যে রাত্রিযাপন করছেন। পুরো গ্রামজুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সাহেবপাড়া গ্রামের উজির শেখের স্ত্রী আমেনা বেগম বলেন, ‘আমার ঘরে কিছু নেই। সব ভেঙে চুরে ফেলেছে। বিটা ছেলে কেউ বাড়ি নেই। কোলের ছোট মনিডা নিয়ে ভয়তি ভয়তি বাড়ি আছি।’
সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত রায় বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। আহত জাহাঙ্গীরের ভাই আলমগীর শেখ একটি লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড