মো. মাঈন উদ্দীন, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধা মহাথেরকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রবিবার (৩০ জানুয়ারি) রাতের শেষ প্রহরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বিশুদ্ধা মহাথের সদর উপজেলার ১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুগরাছড়ি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলেন।
নিহতের ছোট ভাই ক্যাচিং মারমা বলেন, ‘বিশুদ্ধা মহাথের রাতে বিহারে একাই থাকতেন। বরাবরের মত গত রাতেও তিনি একাই ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ভোর রাতে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী এক নারী খাবার দিতে গিয়ে বিহারে অধ্যক্ষের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হয়।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা বলেন, ‘এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ বলেন, ‘সকালে বিহারের শয়নকক্ষ থেকে অধ্যক্ষের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে বিকালে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
হত্যাকাণ্ডটি রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে সংগঠিত হয়েছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা এখনই বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি হত্যামামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মুহাম্মদ রশীদ।
আরও পড়ুন : ধামরাইয়ে বন উজাড় করে জ্বলছে ‘অবৈধ চুল্লি’
এদিকে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড