মনিরুজ্জামান, নরসিংদী
নরসিংদীর মাধবদীতে গোয়ালঘরের অদূরে গর্ভবতী গাভী জবাই করে মাংস চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গাভীর গর্ভের বাছুরটিকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় নিন্দার ঝড় বইছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীর মাধবদী থানাধীন খোর্দনওপাড়া গ্রামে এ ন্যাক্কার জনক ঘটনা ঘটে।
বুধবার (২৬ জানুয়ারি) এ ব্যাপারে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা করেছে।
এলাকাবাসী জানান, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হালিম তার গোয়াল ঘরের ভেতর ৪টি অস্ট্রেলিয়ান গাভী পালন করতেন। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার গাভীর খাবার খাইয়ে গোয়ালঘর তালাবদ্ধ করে রাখেন। কিন্তু গভীর রাতে একদল মানুষরূপী হায়না গোয়াল ঘর থেকে একটি গর্ভবতী গাভী পার্শ্ববর্তী মেশিন শূন্য শিল্প কারখানার সেডে নিয়ে জবাই করে মাংস চুরি করে নিয়ে যায়। এ সময় গাভির গর্ভের বাছুরটি মৃত অবস্থায় ফেলে রেখে যায় নিষ্ঠুর চোরের দল।
এ ধরনের ঘটনায় এলাকার সকলেই বিস্ময় প্রকাশ করে এবং চোর চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম গতকাল বুধবার এ ব্যাপারে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড