মো. মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা)
চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঢাকার ধামরাইয়ে লাবিব (১২) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের শোলশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে বিষয়টিতে লিখিত করা হলে শনিবার দুপুরের দিকে অভিযুক্ত লাবিবকে গ্রেফতার করে পুলিশ।
লাবিব ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের শোলশুলিয়া এলাকার আসলাম হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশ থেকে মোটরসাইকেলে করে ঘোরানোর কথা বলে ওই শিশুকে স্থানীয় একটি নদীর ধারে নিয়ে যায় অভিযুক্ত লাবিব। পরে একটি শিম খেতে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় শিশুটির আত্মচিৎকারে লাবিব তাকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শুক্রবার রাতে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা।
আরও পড়ুন : আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
বিষয়টিতে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান অধিকারকে জানিয়েছেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে লাবিবকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টির স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।
ওডি/নিলয়
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড