সারাদেশ ডেস্ক
রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুই নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও ২১ জন।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ির তারা মনি (৮৫) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির আশা রানি (৪৫)।
হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ পলাশ বলেন, শীতের সময় গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি দগ্ধ হবার ঘটনা ঘটছে।
হতদরিদ্র পরিবারগুলোর প্রয়োজনীয় শীত বস্ত্র না থাকায় শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে অসাবধানতা কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, যে দুজন মারা গেছে তাদের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি।
ওডি/এসএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড